নিম্নোক্ত উইকিপিডিয়া নিবন্ধের অংশটুকুতে কোন নির্ভরযোগ্য উৎস প্রদান করা হয়নি। আপনি কি একটি খুঁজে বের করতে পারবেন?
উইকিপিডিয়ায় যেতে ও নিবন্ধাংশটি ঠিক করতে যুক্ত করুন! ক্লিক করুন, বা অন্য আরেকটি দেখতে পরবর্তী! ক্লিক করুন। যদি আপনার কোন প্রশ্ন থাকে তাহলে উইকিপিডিয়া:উৎসনির্দেশ-এ ক্লিক করুন। শুভ কামনা!
হাসাইল-বানারী ইউনিয়ন পাতায়:
"পদ্মা বিধৌত হাসাইল বানারী ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী জনবসতি ছিল। বর্তমানে পদ্মার ভাংগনে এই ইউনিয়নের অধিকাংশ এলাকা বিলীন হয়ে গেছে। বানারী, পশ্চিম বিধুয়াইল, পাঁচন খোলা, নোয়াদ্দা, হাসাইল, শিলপারান, নগরজোয়ার সহ সবগুলো গ্রাম পদ্মায় বিলীন হয়ে গেছে। এখন এ ইউনিয়নের জনগণ পার্শ্ববর্তী অন্যান্য ইউনিয়ন এবং পদ্মার চরে বসবাস করে।[তথ্যসূত্র প্রয়োজন] এই ইউনিয়নে একটি কমপ্লেক্স ভবন ছিল। স্বাধীনতার আগে এই ইউনিয়নের সবচেয়ে সফল চেয়ারম্যান, পশ্চিম বিধুয়াইল নিবাসী মরহুম আব্দুল জব্বার শেখ উক্ত কমপ্লেক্স ভবনটি নির্মাণ করেন।[তথ্যসূত্র প্রয়োজন] হাসাইল হাট ছিল এখানকার বিখ্যাত হাট। বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয় ছিল এ ইউনিয়নের একমাত্র উচ্চবিদ্যালয়। পদ্মার করালগ্রাসে যা এখন রুগ্ন অবস্থায় চলছে।