Citation Hunt

নিম্নোক্ত উইকিপিডিয়া নিবন্ধের অংশটুকুতে কোন নির্ভরযোগ্য উৎস প্রদান করা হয়নি। আপনি কি একটি খুঁজে বের করতে পারবেন?

উইকিপিডিয়ায় যেতে ও নিবন্ধাংশটি ঠিক করতে যুক্ত করুন! ক্লিক করুন, বা অন্য আরেকটি দেখতে পরবর্তী! ক্লিক করুন। যদি আপনার কোন প্রশ্ন থাকে তাহলে উইকিপিডিয়া:উৎসনির্দেশ-এ ক্লিক করুন। শুভ কামনা!

ছোট সোনা মসজিদ পাতায়:

"

মূল মসজিদের আঙিনায় ঢোকার পথে একটি তোরণ আছে। এর বাইরের দিকটি পাথর দিয়ে ঢাকা ছিল। এটি ২.৪ মিটার চওড়া। উচ্চতা ৭.৬ মিটার। তোরণটি মসজিদের মাঝের দরজা বরাবর অবস্থিত। তোরণের সামান্য পুবে বাঁধানো মঞ্চের ওপর উত্তর-দক্ষিণ বরাবর দুটো কবর রয়েছে। দুটি কবরই কালো পাথরের উপরে উঠে যাওয়া সিঁড়িসদৃশ স্তরযুক্ত, সবচেয়ে উঁচুতে যে স্তরটি রয়েছে তা ব্যারেল আকৃতির। এতে পবিত্র কুরআন শরিফের কিছু আয়াত ও আল্লাহর নাম লেখা রয়েছে। কবর দুটো কার তা জানা যায় না, তবে ধারণা করা হয় নির্মাতা ওয়ালি মোহাম্মদ ও তাঁর স্ত্রীর। আবার কানিংহ্যামের অনুমান অনুসারে এ দুটি ছিল ওয়ালি মোহাম্মদ ও তাঁর পিতা আলির। মঞ্চটি পূর্ব-পশ্চিমে ৬.২ মিটার ও উত্তর-দক্ষিণে ৪.২ মিটার চওড়া। উচ্চতা ১ মিটার। এর চার কোণে পাথরের চারটি কলাম রয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন]