Citation Hunt

নিম্নোক্ত উইকিপিডিয়া নিবন্ধের অংশটুকুতে কোন নির্ভরযোগ্য উৎস প্রদান করা হয়নি। আপনি কি একটি খুঁজে বের করতে পারবেন?

উইকিপিডিয়ায় যেতে ও নিবন্ধাংশটি ঠিক করতে যুক্ত করুন! ক্লিক করুন, বা অন্য আরেকটি দেখতে পরবর্তী! ক্লিক করুন। যদি আপনার কোন প্রশ্ন থাকে তাহলে উইকিপিডিয়া:উৎসনির্দেশ-এ ক্লিক করুন। শুভ কামনা!

জমজম কূপ পাতায়:

"

বাদশাহ আবদুল আজিজ ইবনে সৌদ জমজমের পূর্ব ও দক্ষিণে পানি পান করানোর জন্য দুটি স্থান নির্মাণ করেন।[তথ্যসূত্র প্রয়োজন] দক্ষিণ দিকে ৬টি এবং পূর্বদিকে ৩টি ট্যাপ লাগানো হয়। বর্তমানে কাবা ঘরের ২০ মিটার দূরে অবস্থিত এই কূপটি থেকে পাম্পের সাহায্যে প্রতিদিন ২০ লক্ষাধিক ব্যারেল পানি উত্তলিত হয়। এই কূপের পানি বণ্টনের জন্য ১৪০৩ হিজরিতে সৌদি বাদশাহের এক রাজকীয় ফরমান অনুযায়ী হজ মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে ইউনিফাইড ‘জামাজেমা দফতর’ গঠিত হয়। এই দফতরে একজন প্রেসিডেন্ট ও একজন ভাইস প্রেসিডেন্টসহ মোট ১১ জন সদস্য ও ৫ শতাধিক শ্রমিক ও কর্মচারী নিয়োজিত আছেন।[তথ্যসূত্র প্রয়োজন] বাদশাহ আব্দুল্লাহ জমজম পানি কমপ্লেক্সটি ২০১০ সালের সেপ্টেম্বরে ৭০০ মিলিয়ন রিয়াল ব্যয়ে মক্কাতে প্রতিষ্ঠিত হয়েছিল, যা প্রতিদিন ২০০,০০০ বোতল পানি সরবরাহ করতে পারে।[]