Citation Hunt

নিম্নোক্ত উইকিপিডিয়া নিবন্ধের অংশটুকুতে কোন নির্ভরযোগ্য উৎস প্রদান করা হয়নি। আপনি কি একটি খুঁজে বের করতে পারবেন?

উইকিপিডিয়ায় যেতে ও নিবন্ধাংশটি ঠিক করতে যুক্ত করুন! ক্লিক করুন, বা অন্য আরেকটি দেখতে পরবর্তী! ক্লিক করুন। যদি আপনার কোন প্রশ্ন থাকে তাহলে উইকিপিডিয়া:উৎসনির্দেশ-এ ক্লিক করুন। শুভ কামনা!

চারুলতা (অভিনেত্রী) পাতায়:

"

তিনি ভারতের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী রাজ্য পাঞ্জাবে জন্মগ্রহণ করেছিলেন। জন্মের সময় তার নাম রাখা হয় সোনিয়া সিং ওয়ালিয়া। পাঞ্জাবে তার জন্ম হলেও তার প্রতিপালন হয়েছে দক্ষিন ভারতের উপকূলবর্তী কেরালা রাজ্যে।[] তিনি ছোটবেলা থেকেই মডেল হিসাবে বিভিন্ন টিভি বিজ্ঞাপনে অভিনয় করতেন। সিনেমা জগতে তার প্রথম আবির্ভাব হয় কন্নড় চলচ্চিত্র ও মাল্লিগে -তে অভিনয়ের মাধ্যমে। এই সিনেমার পরিচালক ভি. মনোহর তার নতুন নামকরন করেন চারুলতা[তথ্যসূত্র প্রয়োজন] এই চারুলতা নামেই তিনি পরবর্তীকালে কন্নড় চলচ্চিত্র জগতে প্রসিদ্ধ হন।