Citation Hunt

নিম্নোক্ত উইকিপিডিয়া নিবন্ধের অংশটুকুতে কোন নির্ভরযোগ্য উৎস প্রদান করা হয়নি। আপনি কি একটি খুঁজে বের করতে পারবেন?

উইকিপিডিয়ায় যেতে ও নিবন্ধাংশটি ঠিক করতে যুক্ত করুন! ক্লিক করুন, বা অন্য আরেকটি দেখতে পরবর্তী! ক্লিক করুন। যদি আপনার কোন প্রশ্ন থাকে তাহলে উইকিপিডিয়া:উৎসনির্দেশ-এ ক্লিক করুন। শুভ কামনা!

দ্য ভয়েজ অব দ্য ডন ট্রেডার পাতায়:

এই লেখাটি নিবন্ধের ভূমিকা অনুচ্ছেদের অংশ, তাই তথ্যসূত্র এখানে ঐচ্ছিক হতে পারে, আরো তথ্যের জন্য অনুগ্রহ করে WP:CITELEAD দেখুন।

"

দ্য ভয়েজ অব দ্য ডন ট্রেডার[] ১৯৫২ সালে জিওফ্রি ব্লিস কর্তৃক প্রকাশিত সি.এস. লিউইসের একটি কাল্পনিক শিশুতোষ উপন্যাস। এটি দ্য ক্রনিকলস্ অব নার্নিয়ার (১৯৫০–১৯৫৬) উপন্যাস ধারাবাহিকের সাতটির মধ্যে তৃতীয় প্রকাশিত উপন্যাস এবং প্রথম উপন্যাস প্রকাশিত হওয়ার পূর্বেই লিউইস ১৯৫০ সালে বইটি লেখা সম্পন্ন করেন।[তথ্যসূত্র প্রয়োজন] অন্যান্য উপন্যাসগুলোর মতো এটিরও অলঙ্করণ করেন পউলিক বেইনিস। এটি একমাত্র নার্নিয়ান বই, যার কোন প্রধান খলনায়ক নেই।